যশোরে আইসক্রিম ফ্যাক্টরিতে জরিমানা

যশোর প্রতিনিধি

যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সদর উপজেলার আমদাবাদ বাজারে অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

আইসক্রিমে ক্ষতিকর রঙ, নোংরা পরিবেশ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। রোববার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারি পরিচালক ওয়ালিদ বিন হাবিব।

সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আমদাবাদ বাজারে অভিযান চালায়। এসময় মুক্তা আইসক্রিম কারখানায় নোংরা পরিবেশ ও ক্ষতিকর রঙ ব্যবহারের অপরাধে মামলা দিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আশা মেডিকেল হলে অভিযান চালিয়ে ফিজিশিয়ান শ্যাম্পল বিক্রির জন্য রাখার অপরাধে মামলা দিয়ে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানো ও হাল নাগাদকরণ, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং ক্রয় রশিদ সংরক্ষণসহ আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দেয়া হয়। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন