Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

২৪ ঘণ্টায় আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত

গেজেট ডেস্ক 

 দেশে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের নমুনা পরীক্ষা করে সাত জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বুধবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সাত জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ যাবত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৩৬ জন।

২৪ ঘণ্টায় তিন জন করোনারোগী সুস্থ হয়েছেন। এ যাবত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ যাবৎ ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২০৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৮৮ শতাংশ। এযাবৎ শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য পাঁচ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।

গত ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এযাবৎ করোনায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৪৯৯ জনের এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

মঙ্গলবার (৩ জুন) গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে পরীক্ষা করে নয় জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল।

খুলনা গেজেট/এসএইচ

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন