Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডেঙ্গুতে ১০ মাসে প্রাণ গেছে ৩০০ জনের

গেজেট ডেস্ক

এডিস মশাজনিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩০০ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৬২ হাজার ১৯৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৬২ ডেঙ্গু রোগী। এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৫৭ হাজার ৯৩৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন চার হাজার ২৬১ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনই ঢাকার বাসিন্দা। অন্যজন ময়মনসিংহ সিটি করপোরেশনের বাহিরের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন