Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

ছাত্র আন্দোলনে নিহতের তথ্য রোববারের মধ্যে জানাতে নির্দেশ

গেজেট ডেস্ক 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের তথ্য রোববারের (১৮ আগস্ট) মধ্যে জানাতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবীর। শনিবার (১৭ আগস্ট) বিকেলে কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানা তিনি।

অধ্যাপক আহমেদুল কবীর বলেন, ‘ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের প্রায় সবার শরীরে ইনফেকশন হচ্ছে, যা তাদের মৃত্যুঝুঁকিতে ফেলছে।

তিনি বলেন, আহত সব আন্দোলনকারীর সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

অতিরিক্ত মহাপরিচালক বলেন, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন করতে হবে। ধাপে ধাপে রাজধানীসহ দেশের সব বেসরকারি হাসপাতালে পরিস্থিতি যাচাই করা হবে। আজ থেকে আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতের পরিবর্তনের কাউন্টডাউন শুরু।

তিনি বলেন, চিকিৎসা পেতে কোনো বৈষম্য চাই না। অনেকে হাঁচি-কাশিতেও সিঙ্গাপুরে যান, আর অনেকে ন্যূনতম চিকিৎসা পান না।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন