Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রাস্তার কোন অভিভাবক নেই!

মোঃ ওয়াসিউল ইসলাম

ছবিতে উল্লিখিত রাস্তাটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের। ছবিগুলো আজ (রবিবার) সকালের আমার তোলা। ভাবতে খুব আবাক লাগে যে এটি একটি বিভাগীয় শহরের অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনের মূল ফটকের সামনের রাস্তা।

দীর্ঘ দিন হতে এই রাস্তার এই বেহাল অবস্থা দেখে মনে হয় এই রাস্তার কোন অভিভাবক নেই! বড় কোন দুর্ঘটনা ঘটার পূর্বেই এই রাস্তাসহ শহরের অন্যান্য রাস্তা (বিশেষ করে একই রাস্তাটি যা বয়রা, মুজগুন্নী হয়ে নতুন রাস্তা পর্যন্ত; সোনাডাঙ্গা-রূপসা সেতু লিংক রোড; গল্লামারি-জিরো পয়েন্ট রোড; বয়রা-রায়েরমহল-রূপসা সেতু লিংক রোড) অতি দ্রুত সংস্কারে অভিভাবক সচেষ্ট হবেন আশা করি।

খুলনার সাংবাদিক ভাইরা, স্থানীয় জন প্রশাসন ও যুবকেরা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন আশা করি।
(ফেসবুক ওয়াল থেকে)




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন