বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

আল্লাহর অশেষ নিয়ামত হলো কন্যাসন্তান

ইফতেখায়রুল ইসলাম

মেয়ে বাচ্চারা বাবাকে যতটা প্রাণভরে ভালবাসে সেটার সাথে অন্য কিছুর তুলনা আসলে চলে না। গত রাতে গালের পাশ প্রচণ্ড ফুলে যাওয়ায়, আমার মেয়ে আরিশা বারবার পিঠে চুমু খেয়ে বলছিল, আমার লক্ষ্মীবাবা, আল্লাহ ঠিক করে দেবে।

আর ওই পচা, দুষ্টু ডাক্তার আংকেলটা আছে না, ওকে পিট্টি দিতে হবে। কেন আমার বাবাকে ব্যথা দিল!

এরপর আবারও চুমু। আমার জাস্ট চোখ বেয়ে পানি পড়ছিল। মহান আল্লাহ পাকের এক অশেষ নিয়ামত হলো কন্যাসন্তান। আমার কন্যাসহ সকল কন্যাকে মহান রাব্বুল আলামিন ভাল রাখুন। সেই সাথে পুত্রসন্তানদেরও ভাল রাখুন। লেখক : এডিসি, মিডিয়া অ্যান্ড পিআর।

(ফেসবুক থেকে সংগৃহীত)

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন