Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৯শে জুলাই, ২০২৫ । ১৪ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তোরা কেন নষ্ট হলি?

মারুফ কামাল খান

চব্বিশের জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থান যারা করেছে তাদের ওপর এখন অনেকেই ক্ষিপ্ত। আবার কেউ কেউ ক্ষুব্ধ।

একদল ওদের ওপর ক্ষিপ্ত তার কারণ, তোরা কেন হাসিনার ফ্যাসিস্ট রেজিম উৎখাত করেছিস? দুধেভাতে বেশ ভালো ছিলাম আমরা। দিব্যি লুটেপুটে খাচ্ছিলাম। তোরা কেন আমাদের বাড়া ভাতে ছাই দিলি?
এই ক্রুদ্ধরা ওদেরকে পারলে খুন করবে, নির্মূল করে দেবে।

আর যারা ক্ষুব্ধ তাদের কথা : আমরা তোদের ভালোবাসতাম, তোদের ওপর অনেক আশা-ভরসা করেছিলাম। তোরা কেন আমাদের সেই স্বপ্ন ভাঙলি? তোরা কেন নষ্ট হলি? তোদেরকে বুক দিয়ে আগলে রাখতাম, তোদেরকে কষ্ট পেতে দিতাম না। তোরা কেন লোভের শিকার হলি?

এই ক্রোধ ও ক্ষোভের মধ্যে তফাৎ আছে। এর মধ্যে প্রথমটি প্রতিশোধ প্রবণতা থেকে এবং আরেকটা ভালোবাসা থেকে উৎসারিত। (ফেসবুক ওয়াল থে‌কে)।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন