Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট : রাশেদ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। রোববার (২০ এপ্রিল) সকালে নগরীর জিরো পয়েন্টে মিছিল করেছে খুলনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ৫ আগস্ট এর পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। ইতোমধ্যে ঝটিকা ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, খুলনা জেলা আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে দিতে জিরোপয়েন্ট এলাকা প্রদক্ষিণ করছে। তবে মিছিলে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোন নেতাকে দেখা যায়নি।

এদিকে খুলনায় আওয়ামী লীগের মিছিল নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, খুলনায় আজকে সকাল ৭ টায় আ.লীগ বিশাল মিছিল করেছে। দিন যতো যাচ্ছে, আ.লীগের মিছিলের সারি ততো বড় হচ্ছে! সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আ.লীগ! ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আ.লীগের ফেরানো কেউ থামাতে পারবে না। আ.লীগ কোন ছোট শক্তি নয়। যদি আ.লীগকে ছোট ভেবে ধাক্কা দিবেন না মনে করেন। তাহলে আ.লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দিবে, তখন সকলে পিষ্ট হয়ে যাবেন।

সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট! আ.লীগ ফিরতে পারলে, রবে না কিছু অবশিষ্ট!

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন