Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রমজান মাসে টিকটকে অশ্লীল ভিডিও, ৫ টিকটকার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র রমজান মাসে অশ্লীল ভিডিও শেয়ার করায় ৫ টিকটকারকে গ্রেপ্তার করা হয়েছে। দুবাইয়ের শারজা পুলিশ তাদের গ্রেপ্তার করে। ওই পাঁচজন টিকটকার ফিলিপাইনের বলে জানা গেছে।

দুবাইয়ে ফিলিপাইনের কনস্যুলেট জেনারেল খালিজ টাইমসকে জানিয়েছেন, পাঁচ টিকটকারকে গ্রেপ্তার বিষয়টি তারা নজরদারিতে রেখেছে।

ফিলিপাইনের ওই পাঁচ টিকটকার মজার ছলে এসব ভিডিও শেয়ার করেছে বলে জানিয়েছে। কারণ তাদের দুবাইয়ের আইন সম্পর্কে জানা ছিল না। ফিলিপাইনের মিডিয়াতে বলা হয়েছে, তাদেরকে যৌনকর্মী হিসেবে উল্লেখ করা ভুল হয়েছে। দুবাইয়ে ফিলিপাইনের কনস্যুলেট জেনারেল রেনাতো ডিউনাস জেআর বলেন, তাদের বিরুদ্ধে শারজা আইন অনুযায়ী মামলা হয়েছে। এখন পুলিশ সঠিক তথ্য উদঘাটতে তদন্ত করবে।

তবে ফিলিপাইনের এই কনস্যুলেট জেনারেল আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের সরকারকে ফিলিপাইনের নাগরিকদের জন্য নির্দেশনা প্রদান করা উচিত। কোনো ধরনের ভিডিও টিকটকে শেয়ার করা যাবে না তা জানিয়ে দেওয়া উচিত।

 

খুলনা গেজেট/এইচ এইচ

.




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন