Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এক ফালি চাঁদ, পাশেই শুকতারা

গেজেট ডেস্ক

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা থেকেই পশ্চিমের আকাশে এক ফালি চাঁদের ঠিক নিচেই জ্বলজ্বল করছে শুকতারা। অর্থাৎ একেবারে পাশাপাশি দেখা যাচ্ছে শুক্র গ্রহকে। রাতের আকাশে এত মনোমুগ্ধকর দৃশ্য খুব কমই দেখা যায়।

রমজানের প্রথম সন্ধ্যায় এক দুর্দান্ত দৃশ্যের সাক্ষী হয়েছেন অনেকেই। তাদের প্রতিক্রিয়াও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কাস্তের মতো পাতলা এক চিলতে চাঁদ যেন আরও বেশি লালচে দেখাচ্ছে। মাত্র ৬% আলোকিত। চাঁদের ঠিক সামান্য নিতেই রুপালি-সোনালি রঙের শুক্র গ্রহ দেখা যাচ্ছে।

দুই মহাজাগতিক বস্তু এদিন প্রায় ৬.৫ ডিগ্রির ব্যবধানে ছিল। অনেকেই অজান্তে এদিন সন্ধ্যায় চাঁদের দিকে তাকিয়ে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় তার ফটো তুলেও পোস্ট করতে শুরু করেন। সেই ছবি দেখে আরও বেশি মানুষ এই দৃশ্য চাক্ষুষ করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, চাঁদের ওপর দিয়ে শুক্র পার হয়ে গেছে। এখন চাঁদের উত্তর দিকে শুক্র অবস্থান করছে। পরের দিনই অবশ্য এই অবস্থান কিছুটা পরিবর্তিত হবে। চাঁদ সামান্য প্রশস্ত (১২%) হবে। অন্যদিকে শুক্রের আরও উপরে এবং সামান্য বা দিকে সরে যাবে। ফলে এতটা কাছাকাছি দেখার সুযোগ পাওয়া যাবে না।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন