Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পেঁয়াজ মামা

সমীর কুমার সাধু

সবাই মিলে আমরা এখন ছুটছি বাজার পানে।
পেঁয়াজ মামার বাড়ছে দাম লাফিয়ে ক্ষণে ক্ষণে।
কালকে ছিল ষাট টাকা আজকে একশ কুড়ি।
পেঁয়াজ মামা ভেল্কি দেখায় নেইকো কোন জুড়ি।

শুনছি নাকি ভারত থেকে বন্ধ পেঁয়াজ আসা।
পেঁয়াজ মামার তাইতো কদর, তাইতো ভাবে ঠাসা।
নিজের দেশে পেঁয়াজ মজুদ, অন্য দেশেও আছে।
জলদি করে সেখান থেকে পেঁয়াজ যেন আসে।

সেই কটা দিন আমরা সবাই হিসাব করে খাই।
যেটুক লাগে সেটুক কিনি, ঘরে না জমাই।
দেখবে তখন পেঁয়াজ মামার ভাব যে যাবে কমে।
লাগামছাড়া দাম বাড়াটা তখন যাবে থেমে।

(ফেসবুক ওয়াল থেকে)

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন