বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত বৈঠক করেছে। আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এতে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে খালেদা জিয়া ও ডা. তাহেরের সুস্থতার জন্য দোয়া করার পাশাপাশি দেশবাসী ও সংগঠনের কর্মীদের তাদের জন্য দোয়া করতে আহ্বান জানানো হয়।
এ ছাড়া জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৮ দলের সমন্বিত আন্দোলনের অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতে ঘোষিত সমাবেশ সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
আসন্ন ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনকে সামনে রেখে সংশ্লিষ্ট প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও সভায় আলোচনা হয়।
খুলনা গেজেট/এএজে

