ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমকে দেখতে এবং তার বক্তব্য শোনার জন্য ইউপি সদস্য মহসিন শেখ মোটর সাইকেল চড়ে সকালেই টিপনা থেকে হাজির হয়েছিলেন আন্দুলিয়া ছাত্র গণজমায়েতে। তিনি এ প্রতিবেদককে বলেন, “ছোট্ট এ ছেলেটি কি বার্তা দেয় এবং একনজর দেখার জন্য এসেছি।”
শরাফপুর গ্রামের গৃহবধু শাহিনা বেগম খুব সকালে রান্না-বান্না শেষ করে ছাত্র গণজমায়েতে এসেছেন। শুধু সাদিক কায়েম এর কথা শুনতে ও তাকে দেখতে। শুধু মহসিন বা শাহিনা নয়, এরকম শ’ শ’ নারী-পুরুষ আন্দুলিয়ায় এসেছিলেন গতকাল। মাঠে যেয়েও এর প্রমাণ মিলেছে। প্রধান অতিথির আগে তিনি বক্তব্য দেন। বক্তব্যে তিনি সকল বিষয় তুলে ধরেন। তিনি বর্তমান প্রজন্মের তারুণদের আন্দোলনে ২৪ এর গণঅভ্যত্থানের নেতৃত্বে কথা তুলে ধরে বলেন, “এখন তরুণরা সত্য বলতে শিখে গেছে।”
সাদিক কায়েম একটি রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও মেয়েদের সাইবার বুলিং করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। নতুন প্রজন্ম টেন্ডারবাজদের পক্ষে আর থাকবে না। শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, “ইন্ডিয়ান এবং ইংরেজদের প্রথার বিলুপ্ত করতে হবে।”
স্বাস্থ্যখাতে অনিয়ম, দূরাবস্থার কথা তুলে ধরে বলেন, “জামায়াত পরিচালিত হাসপাতাল ও ব্যাংকগুলো যেভাবে চলছে দাড়িপাল্লা জিতলে এবং সরকার গঠন করলে সেভাবেই সকল স্বাস্থ্য সেবা পরিচালিত হবে।”
বাজার সিন্ডিকেট বন্ধ করা হবে উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, “সংস্কারে যারা বাধাঁ দিচ্ছে তাদেরকে চিহিৃত করে প্রত্যাখ্যান করার মাধ্যমে শহীদদের আকাঙ্খা পূরণে ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানান।
খুলনা গেজেট/এনএম

