শনিবার । ২২শে নভেম্বর, ২০২৫ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩২

প্রতিকূল হাওয়ার পরেও খুলনায় জাপার নির্বাচনি প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সবার আক্রোশ ছিল জাপার ওপর। এ সময়ের স্লোগান, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’। গেলো এক বছরে তিন বার হামলা হয়েছে স্থানীয় জাপা কার্যালয়ে। তারপরও পহেলা জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিবাদ মিছিলে দলটি ছিলো সরব। ত্রয়োদশ নির্বাচনী প্রস্তুতি তলে তলে।

পাঁচ আগস্ট পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ ও এনসিপি হামলা করে ডাকবাংলা মোড়স্থ জাপা কার্যালয়ে। তছনছ হয় তাদের সাজানো সংসার। মামলা নেয়নি কেএমপি’র সদর থানা।

এত কিছুর পরও শক্ত করে হাল ধরেছেন নগর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। দলের প্রশ্নে তিনি আপোশহীন। প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন, “এবছরের প্রথম দিনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আগামী বছরের শুরুতে এমন আয়োজন থাকবে। এর আগে ৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস ও বিজয় দিবস পালনের প্রস্তুতিও আছে। ভাটার পরেও জোয়ারের স্বপ্ন দেখছেন তিনি। আশাবাদী কিছু নতুন মুখ জিএম কাদেরের নেতৃত্বে জাপায় ভেড়বে।

ত্রয়োদশ নির্বাচন প্রসঙ্গে বলেছেন, খুলনা-১ আসনে অ্যাডভোকেট মহানন্দ সরকার, কাজী হাসিনুর রশিদ রাসেল, জাহাঙ্গীর হোসেন, খুলনা-২ আসনে জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা-৩ আসনে নগর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, খুলনা-৪ আসনে হাদিউজ্জামান, ফরহাদ হোসেন, সৈয়দ আবুল কাশেম, খুলনা-৫ আসনে মোঃ সাঈদ মোড়ল, খুলনা-৬ আসনের জেলা সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর ও নগর সহ-সভাপতি অ্যাডভোকেট অচিন্ত্য কুমার দাস প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করেছেন। সার্বিক প্রস্তুতি থাকবে নির্বাচনের। পাতানো নির্বাচন হলে দল অংশ নেবে না বলে তিনি দৃঢ়তার সাথে বলেছেন।

অপর একটি সূত্র দাবি করেছেন, গেলো ষোলো বছরে আওয়ামী লীগ দল ভাঙায় মোড়লের ভূমিকা নেয়। এরপরেও জুলাই-আগস্টে তাদের ভূমিকা ছিল। পরিবর্তনের পক্ষে স্থানীয় নেতৃত্বের ভূমিকা পরিলক্ষিত হয়েছে।

উল্লেখ্য, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ জামানার অবসানের পর খুলনার কোনো আসনে কাক্সিক্ষত ফল ছিনিয়ে আনতে পারেনি। গত পঁয়ত্রিশ বছরে এস এম এ রব, লেঃ কঃ এইচ এম এ গফ্ফার বীর উত্তম, স.ম বাবর আলী, একেএম মোক্তার হোসেন, কিসমাতুল আলম কাগুজী, হাসিনা বানু শিরিন, ডাঃ মনসুর আলী, কাজী ফারুক আহম্মেদ, শেখ আকরাম হোসেনের মত হেভিওয়েট প্রার্থীর অভাব দেখা দেয়। দফায় দফায় দলে ভাঙন, কার্যালয়ে ভাঙচুর ও দল নিষিদ্ধ করার দাবি উঠলেও খুলনা জাপার মেরুদন্ড এখনও সোজা। তৃণমূলে ইমেজ সংকট দেখা দিয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন