বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের গণআকাঙ্খা আংশিক হলেও ট্রাইবুনালের রায়ে পূরণ হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
কোনো একজন সরকারপ্রধানের সর্বোচ্চ সাজার এ ঘটনা ইতিহাসে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলেও জানান তিনি৷
বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, বিগত দিনের সকল গণহত্যা-অপরাধের বিচার এখন সময়ের দাবি।
পরওয়ার বলেন, কোনো অপরাধীই যে আইনের উর্ধ্বে নয় সেটির উদাহরণ আজকের এ রায়, আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন সেই শিক্ষা দেবে আজকের এই ঘটনা।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে দেওয়া এখন ভারতের দায়িত্ব বলেও জানান তিনি।

