শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২
মঞ্জুর মনোনয়ন বাতিলের দাবিতে দু'দিনের কর্মসূচি ঘোষণা

খুলনা নগর বিএনপি’র সমঝোতায় ৫ থানার নেতৃবৃন্দ অনুপস্থিত!

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপি’র বিবাদমান দু’টি পক্ষকে এক কাতারে আনতে গত দু’দিনের বৈঠক সম্পন্ন হয়েছে। গত সোমবার রাত ৯টায় খুলনা ক্লাবে বিএনপি’র কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতায় বৈঠকটি শুরু হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বৈঠকটি শেষ হয়েছে।

বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে খুলনা-২, ৩ ও ৫ আসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থীরা। সেখানে খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল ও খুলনা-৫ আসনের প্রার্থী আলী আজগর লবী এবং খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন।

বৈঠকে খুলনা মহানগর বিএনপি’র ৫ থানার বর্তমান ও সাবেক নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। নির্ধারিত সময়ে সাবেক নেতারা উপস্থিত হলেও বর্তমান নেতারা সভায় যাননি। একই সময় খুলনার কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ে জরুরি সভা করেন সদর ও সোনাডাঙ্গা থানা কমিটির নেতারা। তারা দলীয় কার্যালয়ে জরুরি সভা ডেকে নজরুল ইসলাম মঞ্জুর মনোনয়ন বাতিলের দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১২ নভেম্বর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে স্মরকলিপি পেশ। ১৩ নভেম্বর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের মাধ্যমে বিএনপি’র চেয়ারপারসন কার্যালয় ও বিএনপি মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবরে স্মারকলিপি পেশ।

সভায় সভাপতিত্ব করেন সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবীর। পরিচালনা করেন সোনাডাঙ্গা থানার সভাপতি হাফিজুর রহমান মনি। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ।

সভায় বক্তারা নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা-২ আসনে মনোনয়ন না দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে রাজপথের পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেয়ার আহবান জানান। অন্যথায় জিয়া পরিবারের কাউকে মনোনয়ন দেয়ার জন্য দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদর থানার সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, সোনাডাঙ্গার সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, মহানগর শ্রমিক দলের শফিকুল ইসলাম শফি, জাসাসের ভারপ্রাপ্ত সদস্য সচিব কেএম এ জলিল, ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন