রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২
লবির সমালোচনায় মনোনয়ন বঞ্চিত শফি মোহাম্মদ খান

ডুমুরিয়া-ফুলতলায় লুটপাটকারীরা বিএনপি প্রার্থীর ঘাড়ে চেপে বসেছে

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবিকে নিয়ে নির্বাচনী এক সভায় ব্যাপক সমালোচনা করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী শফি মোহাম্মদ খান। শনিবার (৮ নভেম্বর) বিকেলে তিনি ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি কাছারিবাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধামালিয়া ইউনিয়নবাসীদের সাথে মতবিনিময় ও নির্বাচনী সভায় বক্তব্য দেন।

গোবিন্দ কুমার পালের সভাপতিত্বে শফি মোহাম্মদ খান বলেন, “গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশে যখন রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়, ঠিক সেই সময় বিএনপি’র কিছু নামধারী দুষ্কৃতিকারী ব্যক্তি ডুমুরিয়া, চুকনগর ও ফুলতলায় ব্যাপক লুটপাট করে। এসব কর্মকা-ে যারা জড়িত তারা আজ বিএনপি’র মনোনীত প্রার্থীর ঘাড়ে চেপে বসেছে।”

তিনি বলেন, “ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ৫ আগস্ট যখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায় হয় তখন আমরা মনে করেছিলাম বাংলাদেশে একটি সুশাসন প্রতিষ্ঠা হবে। এজন্য আমি আমার নেতা তারেক রহমানের নির্দেশে এখানে এসেছিলাম। আজ দল যাকে মনোনয়ন দিয়েছেন সেটাও পরিবর্তন হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।”

সমাবেশে উপস্থিত ছিলেন, ধামালিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল হক, মো. রফিকুল মোড়ল, মো. সিদ্দিক বিশ্বাস, হরেন্দ্রনাথ পাল, মো. জাকির গাজী, কেএম শফিকুল ইসলাম, মো. হুমায়ুন মোড়ল, মোহাম্মদ গাজী, মো. ফরিদ মোল্যা, অধ্যাপক দেলোয়ার গাজী, মোল্যা জসিম উদ্দিন মিল্টন, জিএম সেলিম প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন