আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ৬টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। প্রার্থী ঘোষণায় খুলনা-২ আসনে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র উপর আস্থা রেখেছে দলটি। আর খুলনা-৬ আসনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিকে প্রার্থী মনোনীত করে চমক দেখিয়েছে বিএনপি।
এছাড়া খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল ও খুলনা-৫ আসনে আলী আসগর লবি ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে খুলনা-১ আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি, পরে জানানো হবে বলে জানিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে ঘোষণা জানানো হয়।
খুলনা-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। আসনটিতে ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র হাতে।
খুলনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, “দলের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা দোয়া করেছেন, নামাজ আদায় করেছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সঠিক মূল্যায়নের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সঠিক মানুষদের দল বেছে নিয়েছে। জনগনের সহযোগিতায় ভালো কাজ করবো। সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে জনগনের প্রত্যাশা পূরণে কাজ করে যাব। সকলকে নিয়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাব। নতুন বাংলাদেশ গড়ার তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।”
এছাড়া খুলনা-৩ আসনে একক প্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে গেছেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তবে খুলনা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। আসনটিতে আজিজুল বারী হেলালের হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে।
খুলনা- ৫ আসনে বিসিবি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবিকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে চমক সৃষ্টি করা হয়েছে খুলনা-৬ আসনের মনোনয়নে। এই আসনটিতে একাধিক নেতাকর্মী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আসনটিতে মনোনয়নের আশায় মাঠ চষে বেড়িয়েছেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ, বিএনপির সদস্য রফিকুল ইসলাম। তবে এই দৌড়ে মনিরুল হাসান বাপ্পি ছিলেন না। গত ২৭ অক্টোবর খুলনা বিভাগের প্রার্থীদের সাথে তারেক রহমানের মতবিনিময়ে ডাকা হয় তাকে। হঠাৎ করে রবিবার জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। সোমবার মনিরুল হাসান বাপ্পিকে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে চমক দেখিয়েছে দলটি।
খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, “দীর্ঘ দিন রাজপথে, ৩৫ বছর এই দলের কর্মী। ছাত্রদল থেকে আমার রাজনীতি শুরু। ছাত্রদল করেছি, যুবদল করেছি। জেলা বিএনপি’র কয়েকটি পদে ছিলাম। দীর্ঘদিনের রাজনীতিতে গেল ১৭ বছর হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে দলকে আমি একদিনের জন্য ফাঁকি দেইনি। দল আমাকে মূল্যায়ন করেছে, আমার শ্রমের মর্যাদা দিয়েছে। রাজপথের কর্মী, রাজপথের শ্রম যে বৃথা যায় না দলের এই মূল্যায়ন তারই একটি বার্তা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সবাইকে নিয়ে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, “এই আসনটিতে ছয়জন প্রার্থী ছিলেন। প্রত্যেকের সাথে আমি ফোনে কথা বলেছি। কেউ কেউ পাশে এসে অবস্থানও করেছে এবং সবাই আমাকে কথা দিয়েছে যে আমরা ধানের শীষের পক্ষে একযোগে কাজ করবো। রাজপথে নামবো, একসাথে ভোট চাইবো।”
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
