সোমবার । ৩রা নভেম্বর, ২০২৫ । ১৮ই কার্তিক, ১৪৩২

এনসিপি ও সিপিবি’র দু’কেন্দ্রীয় নেতা খুলনা-২ আসনে প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

সদ্য শাপলা কলি প্রতীক পাওয়া এনসিপি ও প্রাচীন রাজনৈতিক দল সিপিবি খুলনা-২ আসনে প্রার্থী দেবে। প্রার্থীরা দু’জনই এসব দলের কেন্দ্রীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেন। সিপিবি’র হয়ে এ আসনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছাত্রদের আন্দোলনের ফসলের সংগঠন এনসিপি থেকে ফরিদুল হক প্রার্থী হচ্ছেন। তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। দু’জনই অবস্থান করেন ঢাকায়।

সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক জাতীয় নির্বাচনের রাজনীতিতে নতুন মুখ। বিগত সরকারের স্বৈরশাসন বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। টকশোতে সময়োপযোগী কথা বলায় জনপ্রিয় হয়ে উঠেছেন। এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনেও ভূমিকা রাখেন। ছাত্র রাজনীতির কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃত্বও দিয়েছেন। কমিউনিস্ট আন্দোলনের দক্ষ সংগঠক।

এই আসনে এনসিপি ফরিদুল হককে মনোনয়ন দিচ্ছেন। তিনি নগরীর নাজিরঘাট এলাকার সন্তান। এ সংগঠনে যোগদানের আগে জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। প্রথম দিকে ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে। পরবর্তীতে যুব অধিকার এবং রাষ্ট্র চিন্তার সাথেও ছিলেন। ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে এ নয়া সংগঠনের পতাকা তলে আশ্রয় নিয়েছেন। প্রসঙ্গ নিয়ে বলেন, দল দেশের সব আসনগুলোতেই প্রার্থী দেবে। সে হিসেবে খুলনা নগরীর মূল আসনে তিনি দলের প্রতিনিধিত্ব করবেন। এমন আভাস টুকু দিয়েছেন।

সিপিবির সূত্র বলেছেন, ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী ছিলেন মরহুম এম ফিরোজ আহমেদ। তিনি স্থানীয় রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। তিনি দলের কার্যক্রম নিষ্ক্রিয় এবং মৃত্যুর পর তার শূন্যস্থান পূরণ হয়নি। ২০১৮ সালে প্রার্থী ছিলেন শ্রমিক নেতা এইচ এম শাহাদাত। একাদশ জাতীয় সংসদ নির্বাচন রাতের ভোট বলে স্বীকৃতি পাওয়ায় সিপিবির প্রার্থীর উল্লেখযোগ্য স্থান ছিল না। ভোটও তেমন আশা করা যায় না। দলের এই সূত্রের দাবি, কেন্দ্রীয় নেতা প্রিন্স এ আসনের প্রার্থী হবেন। মার্কসবাদীদের মোর্চা বাম গণতান্ত্রিক জোটও তাকে সমর্থন জানাবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন