সোমবার । ৩রা নভেম্বর, ২০২৫ । ১৮ই কার্তিক, ১৪৩২

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে: তারেক রহমান

গেজেট প্রতিবেদন

‘বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র-অপকৌশল দৃশ্যমান হয়েছে’ দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সড়ানো সম্ভব নয়। রোববার (২ নভেম্বর) বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, প্রবাসীদের সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রথমবারের জন্য ভোট দেয়ার সুযোগ প্রবাসীদের জন্য সম্মানজনক।

এ সময় প্রবাসীদের ভোট ব্যবস্থা চালু করার জন্য নির্বাচন কমিশনকে সাধুবাদ জানান তিনি।

নারীদের সমস্যা নিয়ে দলের নারী নেত্রীদের কাজ করার আহবান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তায় সামাজিক উদ্যোগ গ্রহণ জরুরি।

তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় স্বোচ্চার। শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলো পলাতক স্বৈরাচার।

নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হওয়ার কথা ছিলো না মন্তব্য করে তারেক রহমান আরও বলেন, নতুন নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে।

সারাদেশে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া শেষের দিকে জানিয়ে দেশ ও জনগণের স্বার্থে দলের সিদ্ধান্ত মেনে নিতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, দল যাকে মনোনয়ন দিবে তাদের বিজয়ী করতে হবে। চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার ওৎ পেতে আছে। নিজেদের মধ্যে রেশারেশি করলে পলাতক স্বৈরাচার সুযোগ পাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন