মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

খুলনা বিভাগের ১১ সাংগঠনিক জেলায় ক্লিন ইমেজের মুখ খুঁজছে এনসিপি

নিজস্ব প্রতি‌বেদক

আগস্টের গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রদের সংগঠন এনসিপি দলের পক্ষে জনমত সৃষ্টির জন্য আগামী মাসে কোমর বেঁধে নামছে। লক্ষ্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দক্ষিণের মাটিতে শক্তিশালী ভীত রচনা করা। নতুন বাংলাদেশ গড়ার রাজনীতিকে নাগরিকদের সামনে নিয়ে যাওয়ার জন্য ক্লিন ইমেজের নেতৃত্ব অপরিহার্য। বাছাই চলছে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, ফ্যাসিবাদমুক্ত ও গণতন্ত্রমনা মানুষ। নভেম্বর মাসে খুলনা বিভাগের ১১ সাংগঠনিক জেলায় গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে রেখে নয়া কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

এ তথ্য সংগঠনের কেন্দ্রীয় নীতি নির্ধারকদের মধ্যে একজনের। তিনি আশাবাদী স্বচ্ছ নেতৃত্ব ১১ সাংগঠনিক জেলার দলের ভীতকে মজবুত করবে এবং গ্রহণযোগ্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য, রিপাবলিকান বাংলাদেশ এবং স্বৈরাচারমুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ২৮ ফেব্রুয়ারি এ নয়া সংগঠন আত্মপ্রকাশ করে। এরই ধারাবাহিকতায় গত ৩জুন সংগঠনের খুলনা জেলা কমিটি গঠন করা হয়। নয়া কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়েজুল্লাহ।

এ কমিটির নেতৃত্বে তেরখাদা, দাকোপ ও পাইকগাছা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকের ওপর এ বিভাগের ১১সাংগঠনিক জেলা কমিটি গঠনের দায়িত্ব অর্পিত হয়েছে। তিনি মূলতঃ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় নির্দেশনা নিয়ে উল্লিখিত জেলাগুলোতে কমিটি গঠন করবেন। এক্ষেত্রে বড় শর্ত নেতৃত্বে ক্লিন ইমেজের মুখ। জেলা আহ্বায়ক মাওলানা ফায়েজুল্লাহ গতকালের উদ্ধৃতি নভেম্বর মাসে খুলনা জেলা ও নগর কমিটি গঠিত হবে। নয়া কমিটিতে তিনিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আরিফ বিন লিওন ও মুজাহিদুল ইসলাম থাকবেন। নগর কমিটিতে এসএম আরিফুর রহমান মিঠু, ডা. আব্দুল্লাহ চৌধুরী ও গোলাম মোস্তফা সজিব মোল্লার আসার সম্ভাবনা বেশি।

দলের অপর একসূত্র বলেছেন, ২৮অক্টোবর কয়রা উপজেলা কমিটি করতে যেয়ে একদফা হোঁচট খেয়েছে। উপজেলা প্রধান সমন্বয়কারী বাগালী গ্রামের মোজাম্মেল হক ও দেয়াড়া গ্রামের তুহিন পূর্বের অবস্থানে ফিরে গেছে। তারা এ সংগঠনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এ সংগঠন নয়া নেতৃত্ব খুঁজছে। নগর শাখার এক সংগঠকের উদ্ধৃতি, খুলনা-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হককে দল বেঁছে নিয়েছে। তিনি নগরীর নাজিরঘাট এলাকার সন্তান। ইতিপূর্বে রাষ্ট্র সংস্কার আন্দোলন, যুব অধিকার পরিষদ ও রাষ্ট্র চিন্তার সাথে সম্পৃক্ত ছিলেন।

খুলনা-৪ আসনে জেলা আহ্বায়ক মাওলানা ফায়জুল্লাহ ও খুলনা-৬ আসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্বল আলোচনায় আছেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন