জুলাই সনদে ৭১ উপস্থাপিত না হওয়ায় বামপন্থীদের মধ্যে গোস্বা ও অভিমান থেকে বৃহত্তর ঐক্যে সৃষ্টি হয়েছে। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দর্শন ও আদর্শগত মিল থাকায় মার্কসবাদে বিশ্বাসী সমমনাদের নিয়ে বৃহত্তর জোট গঠন হচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে শ্রেণিহীন ও শোষণহীন সমাজ ব্যবস্থার পক্ষে ত্রয়োদশের নির্বাচনকে কেন্দ্র করে জনমত গড়ে তোলা। জোটের শরীক সংখ্যা বেড়ে ৭টিতে দাঁড়াচ্ছে। নেতৃত্ব ও মূল কর্মপরিকল্পনায় থাকছে সিপিবি ও বাসদ।
জুলাই-আগস্ট পরবর্তী বিভিন্ন ইস্যুতে বাম গণতান্ত্রিক জোট আন্দোলন গড়ে তোলে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরে ইজারা দেওয়া নিয়ে সময় উপযোগী কর্মসূচি পালন করে। একই সঙ্গে দাবি ছিল মিয়ানমারকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত বাতিল, জাতীয় মজুুরি ন্যূনতম ৩০ হাজার টাকা, বন্দর কলকারখানা চালু করা ও শ্রমবাজার সংকোচন ইত্যাদি। জুলাই সনদের স্বাক্ষরকে কেন্দ্র করে বামদলগুলোর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তারা স্বাক্ষর থেকে বিরত থাকে। তাদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক ইতিহাস ১৯৫২, ৬২, ৬৬, ৬৯ ও ৭১ যথাযথভাবে উপস্থাপিত হয়নি। তাছাড়া ১৯৭১ এর সাথে ২০২৪ এর গণঅভ্যুত্থানের তুলনা গর্হিত কাজ বলে জোটের পক্ষ থেকে দাবি করা হয়। জোটভুক্ত দলগুলো হচ্ছে, সিপিবি, বাসদ, বিপ্লবী পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, বাসদ (মার্কসবাদী)। সর্বশেষ অন্তর্ভুক্ত হয়েছে শরিফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ।
বামপন্থী দল ও জোটের মধ্যে পারস্পরিক আলোচনা চলছে। নভেম্বর মাসের মধ্যেই নতুন একটি জোট আত্মপ্রকাশ করতে পারে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই জোটের প্রধান দুই দল সিপিবি ও বাসদ অগ্রণী ভূমিকা পালন করছে। নতুন নির্বাচনী জোটে অন্তর্ভুক্ত করতে, গণফোরাম ও ঐক্য ন্যাপের সঙ্গে আলোচনা চলছে। এসব দলসহ বাম গণতান্ত্রিক জোটের দলগুলোর সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার দলগুলোকে নিয়েও জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দল ও জোটগুলোর নেতারা বেশ কয়েকবার পরস্পরের সঙ্গে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক আলোচনা করেছেন,
এ বিষয়ে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, বাম গণতান্ত্রিক জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের চিন্তা করছে।
তিনি বলেন, আমরা বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চাকে নিয়ে বৃহত্তর জোট গঠনের চিন্তা করছি।
বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা বাম, গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর একটি বৃহত্তর নির্বাচনি জোট গঠনের চিন্তা-ভাবনা করছি। আমরা সিপিবি-বাসদের বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে আলোচনা করেছি। সবাই মিলে একটা জোট গঠন করা হবে।
সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে বামদের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা গত শনিবার দলের কেন্দ্রীয় সভায় উল্লেখ করেন।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
