জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ বৈধতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে প্রকাশ করতে হবে। রাষ্ট্রপতির আদেশ বৈধ বা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না । এনসিপি রাজশাহী বিভাগের আট জেলা ও মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিবদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমের আগে রাজশাহীর পর্যটন মোটেলে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নাহিদ এসব মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার জন্য আমরা অপেক্ষা করছি। গণভোটের মাধ্যমে ড. ইউনূস এই আদেশে স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি এটি স্বাক্ষর করতে পারবেন না। বিদ্যমান সংবিধানের আলোকে রাষ্ট্রপতির এই ধরনের আদেশ সাংঘর্ষিক হবে। কোনো ধরনের নোট বা ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করবো না।
নাহিদ আরও বলেন, সংস্কারের বিরুদ্ধে দাঁড়ানো বা ইতিহাসে দায়ভার থাকা কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি জোট করবে না। যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তা অবশ্যই নীতিমালাভিত্তিক হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো শক্তির সঙ্গে জোট হওয়া যায় না, আমাদের এ বিষয়ে আরো ভাবতে হবে।
তিনি নির্বাচন প্রতীক (শাপলা) সংক্রান্ত সিদ্ধান্তকে ইসির প্রতি নিন্দা জ্ঞাপন করে বলেন, নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না, এটি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। যদি রাজনৈতিকভাবে আদায় করতেই হয়, তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে।
এসময় তিনি বলেন, নির্বাচন ও জোট সম্পর্কিত অন্যান্য সিদ্ধান্ত নীতিমালাভিত্তিক হবে, এবং এনসিপি নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জনআশায় দাঁড়ানোর চেষ্টা চালাবে।
নাহিদ নির্বাচনি পরিবেশ নিয়ে আশঙ্কা ব্যক্ত করে বলেন, ফ্যাসিবাদী শক্তি ও বৈদেশিক শক্তি নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করতে পারে, আওয়ামী লীগ ও কিছু বাহ্যিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চালাতে পারে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে আগের মতো হবে না, ড. ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে।
এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আওয়ামী লীগ বা ভারতের আধিপত্যের প্রশ্নে জামায়াত কিংবা বিএনপি এককভাবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। এজন্য তরুণ ও নতুন প্রজন্মের নির্বাচনে অংশগ্রহণ অপরিহার্য।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
