মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২
নগরীতে জামায়াতের মিছিল ও সমাবেশ

২৮ অক্টোবরের খুনিদের বিচার নিশ্চিত করতে হবে: মাহফুজুর রহমান

গেজেট প্রতিবেদন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকেই দেশে ফ্যাসিবাদের সূত্রপাত হয়েছিল। ওই দিন ছিল ভিনদেশি ভারতের ফরমায়েশে পরিচালিত হত্যাকাণ্ড, যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নূর কমপ্লেক্সের উত্তর গেটে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এখন ২৮ অক্টোবরের গণহত্যাকারীদের বিচার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, “চোর, ডাকাত, খুনি, দুর্নীতিবাজ, লুটেরা পালিয়ে যায়, ভালো মানুষ নয়। আওয়ামী লীগের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের পালানোর মাধ্যমেই।”

মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজীর পরিচালনায় বক্তব্য দেন খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, ইসলামী ছাত্রশিবির মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, মহানগরী অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, আ স ম মামুন শাহীন, মুকাররম বিল্লাহ আনসারী, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মুনাওয়ার আনসারী, লবণচরা থানা আমীর মোজাফফর হোসেন, খুলনা সদর থানা সেক্রেটারি আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম, খালিশপুর থানা সেক্রেটারি আব্দুল আওয়াল, দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মহিউদ্দীন, আড়ংঘাটা থানা সেক্রেটারি শেখ মো. তুহিন, হরিণটানা থানা সেক্রেটারি এডভোকেট ব ম মনিরুল ইসলাম, লবণচরা থানা সেক্রেটারি ম্হামুদুল হাসান জিকু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান ও কাজী মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. সাইদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন