জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় পার্টি প্রকাশ্যে বলতেছে আওয়ামী লীগ ছাড়া এদেশে নির্বাচন হবে না। একথা বলার সাহস তারা থেকে থেকে পায়। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে যারা ফ্যাসিবাদী পতিত শক্তী রয়েছে তারা নানাভাবে ষড়যন্ত্র করছেন। নির্বাচন ঘিরে তাদের বড় ষড়যন্ত্র রয়েছে। এজন্য ফ্যাসিবাদীরিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকবে হবে।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
