আগামী সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঢাকায় ডেকেছে বিএনপি। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আগামীকাল সোমবার বিকালে খুলনা বিভাগের ১০ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সবাইকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী খুলনা গেজেটকে জানান, নির্বাচনের প্রস্তুতি অংশ হিসেবে প্রতিটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সিলেট ও বগুড়ার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে। সোমবার খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হবে। সেখানে নেতাদের গুরুত্বপূর্ণ বার্তা দিবেন তারেক রহমান। তবে এসব বৈঠকে প্রার্থী চূড়ান্ত বা ঘোষণা করা হচ্ছে না- বলে নিশ্চিত করেন তিনি।
খুলনা গেজেট/এইচ/এনএম

