স্থানীয় জাপা নেতৃবৃন্দ রাষ্ট্রপতি এরশাদের উপজেলাকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। ৪০বছর আগের সৃষ্ট উপজেলার ফসল মানুষ যুগ যুগ ধরে ভোগ করছে। বিচার ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছেছে। ১৮দফা কর্মসূচি মানুষ গ্রহণ করেছে। ফলে কোনো আঘাতই জাপার অগ্রযাত্রা রুখতে পারবে না। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ছিল উপজেলা দিবস।
এ উপলক্ষ্যে জাপা খুলনা জেলা ও নগর শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক এ প্রেক্ষাপট তুলে ধরেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথি ছিলেন নগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ ফরহাদ আহমেদ, শেখ নাজমুল করিম, শাহ মোহাম্মদ বায়তুল্লাহ। বক্তৃতা করেন তোবারেক হোসেন তপু, প্রিন্স হোসেন কালু, মোহাম্মদ রাসেল, মাজহারুল জোয়ারদার প্রমুখ।

