বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন উদ্বেগজনক। এ বিষয়ে আগামী সংসদের হাতে ছেড়ে দিতে হবে। এখন পিআর দিলে জনগণ বুঝবেই না, এটা কী জিনিস।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় বাংলাদেশ খৃষ্টান ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের অংশগ্রহণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। বেকার সমস্যা দূর করা হবে, দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। পর্যাক্রমে বাড়ানো হবে।
খুলনা গেজেট/এনএম

