বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

নির্বাচনী বৈতরণী পার হতে ডান-বামকে এক কাতারে আনতে চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক

শাপলা প্রতীক ও পিআর পদ্ধতি নিয়ে জনমত সৃষ্টিতে নতুন করে হাত বাড়িয়েছে এনসিপি। নির্বাচনী বৈতরণী পার হতে সমমনা না হলেও কাছে টানছে খেলাফাত মজলিশের একাংশ ও গণতন্ত্র মঞ্চকে। জুলাইয়ের সনদ এবং চেতনার আলোকে বাম ও ডানকে এক কাতারে আনছে তারা। লক্ষ্য দেশ থেকে চিরতরে দেশ থেকে ফ্যাসিবাদী নির্মূল করা।

জুলাইয়ের চেতনার আলোকে গড়ে ওঠা নতুন দল গত ৮ মাসে আলোচনায় এসেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ, বিদেশ সফর ও সংস্কার কমিশনে অংশ নিয়ে লাইন লাইটে এসেছে। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি এখন খুব বেশি প্রাধান্য না পেলেও ফ্যাসিবাদ নির্মূলকে তারা গুরুত্ব দিচ্ছে। অন্যতম উদ্দেশ্য ক্ষমতার মসনদে বসা।

নতুন এ দলটি গত ৪ অক্টোবর ডানপন্থি হিসেবে পরিচিত খেলাফাত আন্দোলনের কামরাঙ্গীর চরে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে। বৈঠকে ফ্যাসিবাদ নির্মূল, পিআর পদ্ধতি, জুলাইতে গণহত্যা, শাপলা চত্ত্বরের হত্যাকান্ডের বিচার দাবি করা হয়। উভয়ই আওয়ামী লীগ, জাপাসহ ১৪ দলের কার্যক্রম স্থগিত করার ব্যাপারে ঐক্যমতে পৌছায়।

গত ৯ অক্টোবর জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের উত্তরার বাসায় গণতন্ত্র মঞ্চ, এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনকে ফ্যাসিবাদ নির্মূল ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম হিসেবে সবাই একমত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে সবার সম্মতি রয়েছে। ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে উভয়ই স্বাক্ষর করবে। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা মো. লোকমান হাকিম বলেছেন, বেশ কিছু ইস্যুতে বৈঠকে অংশগ্রহণকারীরা একমত হয়েছে। এমাসের শেষ নাগাদ রূপরেখা চূড়ান্ত হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন