বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

রাজনীতির মাঠে আসছে রিফাইন্ড এনসিপি

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নীতি ও আদর্শের প্রশ্নে ভিন্নমত ও ক্ষমতার বৈষম্যের অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ করা নেতাদের নেতৃত্বে আসছে নতুন এই দলটি। বর্তমানে এনসিপিতে রয়েছেন এমন একটি অংশও পদত্যাগ করে যুক্ত হতে পারে নতুন এই দলে। পাশাপাশি বিগত ডাকসু ও জাকসু নির্বাচনে স্বতন্ত্র আলোচিত প্রার্থী, বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতা, সাংবাদিক এবং সুধীজনেরাও যুক্ত হতে পারেন এই সংগঠনে।

গত এক বছরে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় আত্মপ্রকাশ করেছে দুই ডজনের বেশি রাজনৈতিক দল। এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি। অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দলটি আত্মপ্রকাশ করে। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তরুণদের এই দলটির অন্তর্দ্বন্দ্ব-মতবিরোধ সামনে আসতে থাকে। জন্ম দেয় নানা বিতর্ক। নীতি ও আদর্শের ভিন্নমত এবং ক্ষমতার বৈষম্যের অভিযোগ তুলে ইতিমধ্যে দল ছেড়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃধা, যুগ্ম সদস্য সচিব তুহিন খানসহ বেশ কয়েকজন নেতা। দল ছাড়ার অপেক্ষায় আছেন আরও কিছু শীর্ষ নেতা। এনসিপির দুই শীর্ষ নেতাও দলের ভেতরের মতবিরোধের বিষয়টি স্বীকার করেন।

নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, দলের মধ্যে ব্যক্তিস্বার্থ, অনেক সময় দলের স্বার্থের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত অর্জনের জায়গাটা অনেকেই বেশি গুরুত্ব দিচ্ছে, দলের লক্ষ্যকে অগ্রাধিকার দিচ্ছে না। এ কারণেই অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে। যার চূড়ান্ত রূপ হিসেবে মতবিরোধ ও ফাটল। এক নেতা বলেন, ‘যে স্বপ্ন দেখিয়ে, যেভাবে আমাদের বলা হয়েছিল, তার প্রতিফলন পাওয়া যাচ্ছে না। এ জন্যই গ্রুপভিত্তিক অসন্তুষ্টি তৈরি হচ্ছে।’

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে কমিটি ঘোষণার উদ্যোগ নিয়েছে এনসিপি। দলীয় নিবন্ধনকে কেন্দ্র করে চলতি বছরের পহেলা জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠন শুরু হয়। এখন পর্যন্ত দেশের ৩৩টি জেলা ও প্রায় ২শ’টি উপজেলায় সমন্বয় কমিটি করেছে দলটি।

এনসিপির সাবেক নেতা তুহিন খান তার পদত্যাগের সিদ্ধান্তকে ‘কিছুটা ব্যক্তিগত’ উল্লেখ করে বলেন, ‘এই মুহূর্তে রাজনীতি করা আমার জন্য খুব একটা উপযুক্ত নয়। তাই একটি বিরতি নিচ্ছি।’ এনসিপির রাজনৈতিক অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘এনসিপি ক্রমশ ডানপন্থি দলে পরিণত হচ্ছে এটা বিভিন্ন জায়গায় তাদের অবস্থান ও বক্তব্য দেখলেই বোঝা যায়। আলাদা করে বলার কিছু নেই।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন