বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনে নিজেকে কখনোই মাস্টারমাইন্ড ভাবি না। জুলাই আন্দোলনে শুধু নেতাকর্মীরাই মাঠে ছিলো না। আমরা দেখেছি সেইদিন মাদ্রাসার ছাত্র, গৃহিনীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে।
কৃষক, শ্রমিক, সিএনজিচালক, ছোট দোকান কর্মচারী, দোকান মালিক, গার্মেন্টস কর্মী, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা রাস্তায় নেমে এসেছেন। অনেক সাংবাদিক স্বৈরাচারী সরকারের অত্যাচারে দেশের বাইরে যেতে বাধ্য হয়েছিলেন, তারাও সম্পৃক্ত হয়েছিলেন জুলাই আন্দোলনে। কাজেই কারো ভূমিকাকেই আমরা ছোট করে দেখতে চাই না। জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ।
সোমবার বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের আগে দেশে আসবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। জনগণের একটা প্রত্যাশিত নির্বাচনে কিভাবে দূরে থাকি। অবশ্যই খুব দ্রুত দেশে ফিরবো। বহুল প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশেই থাকবো।
দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনিছে, সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা শুনেছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণমাধ্যমে আমার কথা বলা বন্ধ করেছিল স্বৈরাচারী সরকার। কিন্তু আমার কথা বলা বন্ধ থাকেনি। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পন্থায় আমি নেতাকর্মীদের সঙ্গে প্রতিদিন কথা বলেছি।
তিনি বলেন, আমি গণমাধ্যমে কথা বলেছি কিন্তু স্বৈরাচারী সরকার আপনাদের পত্রিকায় ছাপতে দেয়নি। যদিও আপনাদের ছাপানোর ইচ্ছা ছিলো।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
