বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

উচ্ছেদ অভিযানের নামে প্রশাসন ‘পাক হানাদারদের কায়দায় হামলা’ চালিয়েছে : বকুল

খবর বিজ্ঞপ্তি

মুজগুন্নি বাস্তুহারা কলোনিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে প্রশাসন ‘পাক হানাদারদের কায়দায় হামলা’ চালিয়েছে উল্লেখ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেছেন। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান করেছেন।

তিনি প্রশ্ন তোলেন, যেখানে প্রশাসনের জনগণকে রক্ষার কথা, সেখানে যদি তারাই জনগণের ওপর হামলা করে, তাহলে মানুষ কোথায় যাবে? আমাদের ভাই-বোনেরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে অসহায়ভাবে জীবন-যাপন করছে। তার উপর আবার যদি এভাবে নির্যাতন চলে, তবে তা মেনে নেওয়া যায় না। হামলাকারীদের হাত থেকে একটি ৪ বছরের শিশুও রক্ষা পায়নি।

সোমবার (২২ সেপ্টেম্বর) খালিশপুরের বাস্তুহারা কলোনিতে অবৈধ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বকুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি হামলা ও নির্যাতন বন্ধ না হয়, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হব।

তিনি প্রশাসনকে আলোচনার মাধ্যমে এলাকার সমস্যা সমাধানের আহ্বান জানান। বিএনপির এই নেতা অভিযোগ করেন, হামলায় অন্তত ১০০ জন আহত হয়েছেন এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি আহতদের চিকিৎসা নিতেও বাধা দেয়া হচ্ছে।

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানিয়ে বকুল আরো বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশায় আছি। কিন্তু যদি সরকার আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট পুনর্বাসনের ব্যবস্থা না করে, তাহলে এর পরিণতি ভালো হবে না।

সরকারের কাছে প্রশ্ন তোলেন, ‘মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান দেওয়ার কথা থাকলেও, ভুক্তভোগী মানুষগুলোর বাসস্থান কোথায়?’ এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, খালিশপুর থানার সাবেক আহ্বায়ক শেখ জাহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামীমসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন