আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, আলোচনার টেবিলে সব বিষয়ে ঐক্যমত হওয়ার কথা নয়। কিছু চাওয়ায় অসুবিধাও নেই। জনগণের ওপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর নিজব ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত।
রাজনীতিতে স্থিতিশীলতা চান জানিয়ে আমীর খসরু বলেন, নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে জবাবদিহিতা থাকে না, নূরের ওপর হামলার ঘটনা সেটাই প্রমাণ করে।