বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত দেড় যুগ ধরে সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকাল পেরিয়েছে দলটি। গতবছর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এক অসামান্য সুবর্ণ সময়ের পটভূমিতে ফিরে এসেছে বিএনপি।

খালেদা জিয়া এক বছর ধরে কারামুক্ত অবস্থায় রয়েছেন। দলের কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে রাজনৈতিক প্রতিহিংসায় যে গায়েবি-বানোয়াট ও মিথ্যা মামলার পাহাড় ছিল তা ন্যায়বিচারে ক্রমশ খালাস দিচ্ছে আদালত। এখন ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় প্রহর গুনছেন দলটির নেতাকর্মীরা। সবমিলিয়ে এক অনুকূল পরিবেশে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি।

খুলনায় বিএনপির কর্মসূচি :

কর্মসূচির মধ্যে রয়েছে সকালে মহানগর ও জেলা বিএনপি ও অন্তর্গত সকল স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকল দলীয় কার্যালয় আলোকসজ্জা। সকল স্থানীয় সংবাদ মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ। দুপুর ১২টায় খুলনা মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি এম নুরুল ইসলাম দাদুভাই এর কবর জিয়ারত ও প্রয়াত দলীয় নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া, বিকাল ৩টায় জিয়া হল চত্বরে (শিববাড়ী মোড়) র‌্যালিপূর্ব সমাবেশ এবং সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি (জিয়া হল চত্বর থেকে শুরু হয়ে কেডিএ এভিনিউর রাস্তা দিয়ে, ফরাজী পাড়া মোড় হয়ে রয়েল চত্বরে শেষ হবে)। ২ সেপ্টেম্বর নগরীর শহিদ হাদিস পার্ক, খালিশপুর ঝিলপুকুরসহ নগরের গুরুত্বপূর্ণ সড়ক দ্বীপগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপি’র সাবেক নেতারা তিনদিনের কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

কর্মসূচির মধ্যে রয়েছে আজ বিকাল সাড়ে ৩টায় সোনাডাঙ্গা বিএনপি অফিসের সামনে জমায়েত দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, আলোচনাসভা ও র‌্যালি এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামিকাল মঙ্গলবার বেলা ১১ টায় সোনাডাঙ্গা লেক সোলার পার্কে (আবাসিক ফেজ-২) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আগামি বুধবার বিকাল সাড়ে ৩টায় পল্লীমঙ্গল স্কুল ময়দানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন