Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

নুরের ওপর হামলার নিন্দা বিভিন্ন দলের

গেজেট প্রতিবেদন

রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিন্দ্বা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব। এর মধ্যে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্যতম। তাদের কেউ কেউ এই আক্রমণকে আওয়ামী ষড়যন্ত্রের অংশ বলেও উল্লেখ করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাত ৯ টার দিকে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে ব্রিফিং করছিলেন দলটির সভাপতি নুরুল হক নুর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অতর্কিত হামলা চালান বলে নেতাকর্মীরা অভিযোগ করেন। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে নুরের অবস্থা মুমূর্ষু বলে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন।

ভিপি নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই প্রতিবাদ জানান।

জামায়াতের প্রতিক্রিয়া
গণঅধিকার পরিষদের সভাপতির ওপর হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি তার ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, ‘কন্ঠে আবার লাগা জোর, ফ্যাসিবাদের কবর খোড়। জুলাই যোদ্ধাদের উপর হামলা, মানিনা মানবো না।’

এনসিপির প্রতিক্রিয়া
এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে লিখেছেন, ‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলে-মিশে একাকার। নুর ভাইদের উপর বর্বরতম হামলার মূল কারণও এটা। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে! এমন ঘৃণ্যতর হামলার নিন্দা জানাচ্ছি।’

তিনি আরো লেখেন, ‘আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর, বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক। তাদের পরিণতিও একই হবে।’

শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে,যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করে দিই। সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নূরের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মত রক্তাক্ত হয়ে যাবে।নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না।ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না।

এনসিপির বিক্ষোভ
দলীয়ভাবে তাৎক্ষণিক কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের উপর আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বর্বর হামলার প্রতিবাদে তারা রাত সাড়ে ১১টায় বাংলামোটর রুপায়ন টাওয়ারের সামনে এ কর্মসূচি পালন করে।

এদিকে রাজনৈতিক দল ও ব্যক্তিত্বের বাইরে ফ্রান্স প্রবাসী সামাজিক ইনফ্লুয়েন্সার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশে ইন্ডিয়ান স্ট্যাব্লিশমেন্টের গুরুত্বপূর্ণ এলিমেন্ট জাতীয় পার্টি প্রশ্নে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে।’

তিনি আরো লেখেন, ‘আমরা নুরকে নানাভাবে ক্রিটিক করতে পারি। কিন্তু জাপা ও জিএম কাদেরকে বাঁচাতে একজন জুলাইপন্থি রাজনৈতিক নেতার ওপর উত্তর পাড়ার এমন বর্বর হামলা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা মেনে নিব না। পলাতক লীগকে প্রক্সি দিচ্ছে তাদের দোসর জাতীয় পার্টি। এটি শয়তানের এলিমেন্ট।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন