Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

পিআরের কারণে নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে: ডা. জাহিদ

গেজেট ডেস্ক

পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধি) পদ্ধতির কারণে নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (২২ আগস্ট) বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর চিকিৎসক পরিষদ কর্তৃক আয়োজিত গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে নির্বাচনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এমন্তব্য করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড আবদুল লতিফ মাসুম।

তিনি বলেন, পিআর পদ্ধতি না হলে যারা নির্বাচনে যাবেন না বলছে, তারা এর ফলাফল ভেবে দেখেছে? পিআর পদ্ধতির কারণে নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে।

পিআর পদ্ধতিতে ভোট চাওয়া দলগুলো প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা? প্রশ্ন করে ডা. জাহিদ বলেন, এই দলগুলোর কর্মকাণ্ডে স্বৈরাচারের প্রত্যাবর্তনের পথ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। স্বৈরাচারের ফেরত আসা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় রাজনীতিকে গায়ের জোরে নয়, রাজনীতি দিয়েই মোকাবেলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কার বিএনপির হাত ধরে শুরু হয়েছে। যে দলগুলো এখন সংস্কারের কথা বলছেন তারা কখনো সংস্কার করেনি। সংবিধানের কোথাও স্বৈরাচার হতে বলা হয়নি। এর অপব্যবহারেই স্বৈরাচার তৈরি হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন