Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় মুসলিম লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গেজেট ডেস্ক

বাংলাদেশ মুসলিম লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা শাখায় অনুষ্ঠান পালিত হয়। শনিবার (৯ আগস্ট) মহানগর শাখার উদ্যোগে মুসলিম লীগ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুসলিম লীগের সভাপতি প্রফেসর ফকির রেজাউদ্দিন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মুসলিম লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার জাহান রুকু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক শেখ বাবর আলি।

সভায় বক্তারা বলেন, ১৯০৬ সালে সর্বভারতীয় মুসলিম লীগ স্যার সলিমুল্লাহর নেতৃত্বে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান অর্জনের বিষয়টি স্মরণ করেন তারা। পরবর্তীতে ১৯৭৫ সালের ৮ আগস্ট খুলনার অবিসংবাদিত নেতা মরহুম খান এ সবুরের নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ১৯৪৭ সালে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান অর্জিত না হলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস ঘোষিত জুলাই সনদ ও নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি প্রদান করায় বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। সভায় নির্বাচন ভণ্ডুল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন- মুসলিম লীগের খুলনা মহানগর শাখার সভাপতি শেখ জাহিদুল ইসলাম, জেলা মুসলিম লীগের সহ-সভাপতি আবুল খায়ের, এস. এম. শাহজাহান, শেখ সৈয়দুজ্জামান, মো. দাউদ ইসলাম, শেখ হায়দার আলি, শেখ ইসমাইল, এস. এম. সরওয়ার জামান প্রমুখ।

পরিশেষে সভার সভাপতি প্রফেসর ফকির রেজাউদ্দিন বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা মরহুম খান এ সবুর, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সিরাজুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন