জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৬ আগস্ট) বিকাল ৩টায় জিয়াহল চত্বরে সমাবেশ ও সমাবেশ শেষে বিজয় মিছিল করবে খুলনা মহানগর ও জেলা বিএনপি। ৩৬জুলাই ছাত্র-জনতার গণঅভ্যূত্থান উপলক্ষ্যে মহানগর বিএনপির মাসব্যাপী কর্মসূচির শেষ দিনের এই কর্মসুচি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ ও মিছিল হবে বলে দাবি করেছেন খুলনা মহানগর বিএনপি।
সমাবেশে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধক থাকবেন ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
প্রধান বক্তা থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা।
বক্তব্য রাখবেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমূখ।
মহানগর বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানিয়েছেন, সমাবেশ শেষে বিজয় মিছিল কেডিএ মোড় – যশোর রোড-ফেরিঘাট হয়ে খানজাহান আলী রোড দিয়ে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হবে।
খুলনা গেজেট/এএজে