Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content
সালাহউদ্দিনের প্রতিক্রিয়া

মাহফুজ আলম হয়ত ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন

গেজেট ডেস্ক

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া একটি ফেসবুক পোস্টের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা তথ্য উপদেষ্টার ফেসবুক পোস্টের বিষয়ে জানতে সালাহউদ্দিন আহমেদের মন্তব্য জানতে চান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি মনে করি মাহফুজ আলম হয়ত ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই।

আরও পড়ুন:১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম

এর আগে সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে!’

আধা ঘণ্টা পর পোস্টটি আপডেট করে তিনি লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

অবশ্য এ প্রতিবেদন লেখার সময় পোস্টটি আর তার প্রোফাইলে পাওয়া যায়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন