Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান

গেজেট ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রবীণদের জ্ঞান, অভিজ্ঞতা আর তোমাদের বিচক্ষণতাই তৈরি হবে আগামীর বাংলাদেশ। এই দেশের জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি। রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতিতে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যোগ্য নেতৃত্বের অর্থ শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হওয়া নয়। সব সেক্টরেই ব্যবসা বাণিজ্য শিক্ষাসহ সব ক্ষেত্রেই নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেকটা সেক্টরে যোগ্য নেতৃত্বই পারে বাংলাদেশকে বদলে দিতে, শহিদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে।

তারেক রহমান বলেন, ভবিষ্যতে যাতে শিক্ষার্থীদের যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় না পড়তে হয়, তার জন্য বিএনপি সেই আলোকে শিক্ষা ব্যবস্থা সংস্কার করে জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা তৈরি করছে। এমন একটি বাস্তবধর্মী সুষ্ঠনীতি আমরা তৈরি করছি। যাতে করে আগামী দিনে শিক্ষার্থীদের পথচলা সহজ হয়ে যায়।

সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তোমরাই বাংলাদেশের সম্ভাবনাময় মুখ। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধীকার।

অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের সাবেক নেতারাও মঞ্চে রয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এদিকে সমাবেশকে ঘিরে রোববার সকাল থেকেই শাহাবাগে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে আসতে থাকেন তারা। দলীয় নিষেধ থাকলেও দিতে থাক স্লোগান। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় ভরে যায় শাহাবাগ ও এর আশেপাশের রাস্তা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন