Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

গেজেট ডেস্ক

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (২৩ জুলাই) চাঁদপুরে এক পথসভায় একথা বলেন তিনি।

সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। তিনি যে বেতন নেন তা হারাম হবে। তিনি সরকারি টাকায় যে গাড়িতে চড়েন, তা জনগণের সাথে বেইমানির সমান। এই স্বাস্থ্য উপদেষ্টা কোন কাজের না। তিনি স্বাস্থ্যব্যবস্থা বুঝেন না, চিকিৎসা বুঝেন না।

সভার শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় চাঁদপুরবাসীর উদ্দেশ্যে সারজিস আলম বলেন, আপনারা যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন তাদের কারণে আমরা সাহস এবং উৎসাহ পাই। আমাদের আজকের এই উন্মুক্ত মঞ্চে উপস্থিত শহীদ এবং আহত পরিবারের সদস্য, সহযোদ্ধা, বিএনপি-জামায়াত, গণ অধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত ভাইয়েরা আছেন আপনাদের সহায়তায় আমরা শক্তি পাই।

তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তর ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করছি। আমরা বাংলাদেশে তদন্ত কমিটির খেলা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তদন্ত কমিটিগুলো প্রত্যেকটা ঘটনার পেছনে কোনো ব্যক্তি দায়ী তা বের করুন।

সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সমন্বয়ক সামান্তা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহবায়ক অ্যাড. সাইফুল ইসলাম, জেলা সমন্বয়ক মাহবুবুল আলম, যুব শক্তির যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু, সংগঠক মেহেদী হাসান তানিম, জেলা যুগ্ম সমন্বয়ক তামিম খান, মুফতি মাহমুদুল হাসান, সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

চাঁদপুরের পথসভা শেষে নেতৃবৃন্দ কুমিল্লা যাওয়ার পথে বেলা ২টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন করেন। এর পর শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় আরো একটি পথসভায় বক্তব্য রাখেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন