রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট, শিক্ষক-শিক্ষার্থীসহ বহু মানুষের মর্মান্তিক মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে সরকার। সন্তানহারা বাবা-মা ও নিষ্পাপ শিশুদের করুন আর্তনাদে প্রকম্পিত দেশের মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে এর আয়োজন করা হয়।এসময় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা বেগম রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, মুর্শিদ কামাল, এ্যাড. শেখ মোহাম্মদ আলী বাবু, মোল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন, আলহাজ¦ সাঈদ হাসান লাভলু, জি এম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, মোল্লা মাহবুব রহমান, শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, খন্দকার ফারুক হোসেন, জাকির ইকবাল বাপ্পী , মো. নাসির উদ্দিন, মহিলা দলের এ্যাড. হালিমা আক্তার খানম, স্বেছাসেবক দলের মুন্তাসির আল মামুন, ছাত্রদলের ইয়াছিন গাজী, সৈয়দ ইমরান, শ্রমিক দলের মো মজিবর রহমান, শেখ আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির জাহিদুল হোসেন, গাজী আফসার উদ্দীন, শেখ মোস্তফা কামাল, শেখ হাবিবুর রহমান, মো. মাহমুদ আলম বাবু মোড়ল, মঞ্জুরুল আলম, মো. সওগাতুল আলম ছগীর, মো. খোদাবক্স কোরাইশী কালু, সাইফুল ইসলাম, মো. আরিফুল ইসলাম বিপ্লব, মিজানুর রহমান, মো. মুরাদ হোসেন, মো. বক্কর মীর, বিশ্বজিৎ গোলদার, মোজাম্মেল শরীফ, ইকবাল শরীফ, মোল্লা নাজমুল ইসলাম, রুবেল জমাদ্দার, নুরুল হুদা পলাশ, জি এম হারুন অর রশিদ, সৈয়দ তানভির আহম্মেদ প্রমূখ।
খুলনা গেজেট/এএজে