Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হাসপাতাল থেকে দেশবাসীর উদ্দেশে যে বার্তা দিলেন জামায়াত আমির

গেজেট ডেস্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। পরে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক সব ধরনের পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। চেকআপে গুরুতর কিছু ধরা পড়েনি বা সমস্যা দেখা যায়নি বলে জানান তারা।

পরে সন্ধ্যায় হাসপাতাল থেকে দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দেন জামায়াত আমির।

বার্তায় জামায়াত আমির বলেন, আমার খারাপ লাগে, এত বড় একটা অয়োজনে আপনারা সারা দিন ধরে ছিলেন, জাতির জন্য আমি মনের কথা স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি। এটা আল্লাহর ইচ্ছা। এরপরও শেষমেষ দুটি কথা বলার চেষ্টা করেছি। আগামীতে সুযোগ আসবে আরও কথা বলা যাবে।

তিনি আরও বলেন, আপনাদের মাধ্যমে দেশে-বিদেশে যারা আমার এ সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, সবাইকে সালাম ও কৃতজ্ঞতা জানাই। শুধু দোয়া করবেন যত দিন বেঁচে থাকি, আল্লাহ যেন মানুষের কল্যাণের জন্যই বাঁচিয়ে রাখে। আমার দ্বারা দেশ ও জাতির যেন কোনো ক্ষতি না হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন