Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রধান উপদেষ্টাকে যে দুইটি বিষয় স্পষ্ট করতে বলল জামায়াত

গেজেট ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে দুইটি বিষয় স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, দুইটা বিষয় স্পষ্ট করার কথা আমরা বলেছি। এক হচ্ছে, আসলে নির্বাচনটা কবে হবে। দুই সংস্কার ও বিচারের প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার পর নির্বাচন হতে হবে। যদি জানুয়ারির মধ্যে আমাদের এ চাওয়া সম্পূর্ণ হয় তাহলে ফ্রেবুয়ারিতেও নির্বাচিত হতে পারে।

দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সাক্ষাতের সময় জামায়াতের দুই সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন