Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জাতীয় স্বার্থে বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জামায়াত আমিরের

গেজেট ডেস্ক

নির্বাচন, মানবিক করিডোর, বন্দর এবং সংস্কারসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে নানা মহলে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে এ ইস্যুগুলোকে কেন্দ্র করে চলছে যুক্তি আর পাল্টা যুক্তির যুদ্ধ।

অন্যদিকে এসব ইস্যুকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল ও মহল থেকে অন্তর্বর্তী সরকারের ‘কাজের সীমারেখা’ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। যা নিয়ে রীতিমতো বাক যুদ্ধের জড়িয়েছে বিএনপি-জামায়াত-এনসিপি ও অন্তর্বর্তী সরকার।

এমনই এক পরিস্থিতিতে জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো সবাইকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ওই পোস্টে তিনি বলেছেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।

জামায়াত আমিরের এ পোস্টের মন্তব্যের ঘরে শেখ মামুন নামের একজন বলেছেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলোকে ঘিরে যারা বিভ্রান্তি ও অস্থিতিশীলতা ছড়াতে চায়, তারা আসলে দেশ ও জাতির শত্রু। সংকটের সময় দায়িত্বশীল আচরণ প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক কর্তব্য। এখন সময় অপপ্রচার, গুজব ও বিভেদকে না বলার।

কামরুল হাসান নামের একজন তার মন্তব্যে বলেছেন, দেশের স্বার্থে আপনি ইতিবাচক ভূমিকা রাখবেন আশা করি। আবেগি সমর্থকদের কথায় প্রভাবিত না হয়ে দেশের স্থিতিশীলতার স্বার্থে ঐক্যের সূচনা করুন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন