Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
শ্রমিক সমাবেশে ডা. শফিকুর রহমান

‘জামায়াত ক্ষমতায় গেলে নারীরা পছন্দের কর্মক্ষেত্রে কাজের সুযোগ পাবেন’

গেজেট ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা নিরাপত্তার সঙ্গে তাদের পছন্দের কর্মক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন।’ বৃহস্পতিবার রাজধানীর পল্টনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের শ্রমিকরা আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা ন্যূনতম মজুরি পাচ্ছে না, ফলে জীবিকার তাগিদে একাধিক জায়গায় কাজ করতে বাধ্য হচ্ছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘মিল-কারখানায় নারী শ্রমিকদের নামাজ পড়ারও কোনো ব্যবস্থা নেই। মালিকদের প্রতি আহ্বান জানাই, তারা যেন এসব মৌলিক চাহিদা পূরণে সচেষ্ট হন।’

তিনি আরও বলেন, ‘অনেকে গুজব ছড়ায় জামায়াত ক্ষমতায় গেলে নারীদের কর্মক্ষেত্রে যেতে দেবে না। আমরা স্পষ্ট করে বলছি, আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের কাজের সুযোগ করে দেব। আমাদের সংগ্রাম তখনই শেষ হবে, যখন প্রতিটি ঘরে ঘরে সুখ, শান্তি ও মর্যাদা পৌঁছে যাবে।’

জামায়াতের আমীর বলেন, ‘ইসলামি আইন বাস্তবায়ন ছাড়া টেকসই ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব না। মালিকেরা শ্রমিকদের সম্মান দিলে শ্রমিকরা তাদের পুরো স্বতঃস্ফূর্ত শ্রম দেবে ফলে উৎপাদন বৃদ্ধি পাবে৷ দল মতের ঊর্ধ্বে উঠে আমরা মানুষদের সম্মান দেখাতে চাই।’

এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যাপক মুজিবুর রহমান ও জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বক্তব্য রাখেন।

সমাবেশ আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন