Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাংলাদেশে সব সময় স্থিতিশীল পরিবেশ দেখতে চায় চীন: মির্জা ফখরুল

গেজেট ডেস্ক

চীন সব সময় বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ এপ্রিল) রাতে গুলশানের হোটেল ওয়েস্টিনে ঢাকায় সফররত চায়না কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে সব সময় স্থিতিশীল পরিবেশ দেখতে চায় চীন। তারা কখনো কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। চায়না কমিউনিস্ট পার্টি শুধু দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছে। দীর্ঘ ৫০ বছর ধরে দু’দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আরও এগিয়ে নিতে কাজ করবে চীন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গুলশানের হোটেল ওয়েস্টিনে সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে দলটির ৭ সদস্যদের প্রতিনিধি। বিএনপি মহাসচিব ছাড়াও বৈঠকে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

অন্যদিকে বৈঠকে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন- আইডিসিপিসি’র দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-পরিচালক চেন জুয়ানবো, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর তৃতীয় সচিব চেন ইয়াংপেই, আইডিসিপিসি’র ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্সের ঝাং গুইউ, ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ঢাকাস্থ চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং ও ঢাকাস্থ চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগে সংযুক্ত লিউ হংরু।

উল্লেখ্য, শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সফরে আসে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিনে শনিবার দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন