শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গেজেট ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন ‌দি‌ল্লিতে নিযুক্ত অ‌স্ট্রিয়ার বাংলাদেশের অনাবা‌সিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন নয়াদিল্লিতে বাংলাদেশের নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার।

এছাড়া বৈঠকে উপস্থিতি রয়েছেন বাংলাদেশর অস্টিয়ার কনস্যুলার ও বিএনপি চেয়ারপার্সন ফরেন উপদেষ্টা কমিটি সদস্য তাজভীরুল ইসলাম।

তবে, বৈঠকে বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাতে পারেনি শায়রুল কবির।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন