সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় বিএনপির সমাবেশ ‍শুরু

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনার জিয়া হল চত্বরে (শিববাড়ি মোড়) বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টা ১০ মিনিটে সমাবেশ শুরু হয়। ইতোমধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন।

সমাবেশ ও র‌্যালিতে অংশ নিতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী শিববাড়ি মোড় ও আশপাশের সড়কে সমবেত হন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দেখা গেছে। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা এখনও সমাবেশ প্রাঙ্গণে আসছেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন