শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ভুল-ত্রুটি সবারই আছে, তখনকার প্রেক্ষাপটে নির্বাচনে গেছে জাপা

গেজেট ডেস্ক

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ভুল-ত্রুটি সবারই আছে, তখনকার প্রেক্ষাপটে নির্বাচনে গেছে জাতীয় পার্টি। ভুলত্রুটি যেন আর না হয় সেজন্যই সংস্কার প্রয়োজন। সংস্কার করে কবে নির্বাচন দেবেন সেটা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

চুন্নু বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি একই ব্যক্তি যেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী না হন। একবারে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হন। দ্রব্যমূল্য কমাতে বলেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বলেছি।

তিনি বলেন, যারা আহত তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে বলেছেন আমাদের দলের চেয়ারম্যান। যারা শহিদ হয়েছেন তাদের মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন তিনি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন